রাস্তার পাশের সরকারি গাছ কেটে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ তৈরী করার অভিযোগ উঠেছে গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতার বিরুদ্ধে।এর আগেও বিভিন্ন এলাকার সরকারি গাছ কেটে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে ওই নেতার বিরুদ্ধে। গোদাগাড়ী উপজেলার এক যুবলীগ নেতার আশির্বাদপুষ্ট হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে চায়না স্থানীয় কোন নেতা ও স্থানীয়রা।
জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের কামারপাড়া হাটে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সততা ক্রীড়া চক্র, কামারপাড়া।অনুষ্ঠানের পরিচালনায় আছে সরকারি গাছ কাটা সেই নেতা আব্দুল হক বাবু।আব্দুল হক বাবু বাসুদেবপুর ইউনিয়ন শাখার সাবেক ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতা। অনুষ্ঠানের যে মঞ্চ তৈরী করা হয়েছে তা রাস্তার পাশের সরকারি গাছ কেটে করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সেই মঞ্চে প্রধান অতিথি থাকার কথা গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী পৌর শাখা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী মডেল থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারীসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সেই মঞ্চে প্রধান অতিথি থাকার কথা গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী পৌর শাখা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী মডেল থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারীসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
স্থানীয় এক জনপ্রতিনিধি ও এক যুবলীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে সরকারি গাছ কেটে মঞ্চ তৈরী করার বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে দিনে দুপুরে আব্দুল হক বাবু ও তার সহযোগীরা কামারপাড়া স্লুইজগেটের এলাকার রাস্তার পাশের কয়েকটি সরকারি পিটালূ গাছ কেটে নিয়ে যায়।পরে স্থানীয় এক মিলে গাছগুলো কেটে সাইজ করে মঞ্চ তৈরী করা হয়েছে।
তবে স্থানীয়রা আব্দুল হক বাবুর ভয়ে মুখ খুলতে না চাইলেও, গাছ কেটে মঞ্চ তৈরী করার বিষয়টি নিশ্চিত করে।
এবিষয়ে আব্দুল হক বাবুর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, তার সামনে কেউ অভিযোগ করতে পারবেনা। এগুলো সব মিথ্যা অভিযোগ।


