Dec 12, 2020

ভাস্কর্য ইস্যুঃচাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চেম্বার অব কমার্সঃকুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মিত ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন করেছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ। শনিবার সকালে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।চেম্বারের সহ-সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন,পরিচালক বাহরাম,মোঃশহীদুল ইসলাম শহীদ, কুরায়েশি মিল্লু,হায়দার আলীসহ অন্যরা।মানববন্ধনে,বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার হুমকিদাতা উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।


বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ও বাংলাদেশ সহকারী স্বাস্থ্য পরিদর্শক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত।আজ সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্য্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে ও সারাদেশে জঙ্গিবাদ,মৌলবাদীদের সংবিধান বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন অফিসার ডাঃ জাহিদ নজরুল চৌধুরী সহ বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ও বাংলাদেশ সহকারী স্বাস্থ্য পরিদর্শক সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এছাড়াও জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত স্বাস্থ্য কর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com