মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সদস্যদের অভিযানে ফেন্সিডিলসহ শুক্রবার রাতে আটক রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(উপ-সচিব) নুরুজ্জামানসহ ২জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুর রহমান বাদি
হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী
৬.৫ লিটার লিকুইড ফেন্সিডিলসহ তাদের আটক দেখানো হয়েছে এবং এসময় সরকারী পাজেরো একটি গাড়িও জব্দ দেখানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার
অফিসার ইনচার্জ মো.মোজাফফর হোসেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস থেকে বিশেষ নিরাপত্তায় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ২ আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিশেষ আদালতের বিজ্ঞ বিচারক জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু কাহার এর আদালতে তোলা হয়।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(উপ-সচিব) নুরুজ্জামানসহ দুই জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের মহানন্দা ব্রীজ টোলঘর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল।ফেন্সিডিলসহ আটক অপর ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের কানসাট বিশ্বনাথপুর এলাকার সাজিদ। সে রাজশাহীর একটি ওষুধের
দোকানের কর্মচারী। স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুর রহমান গভীর রাতে গণমাধ্যমকে জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে টোলঘর এলাকায় অভিযান চালানো হয়। এসময় রাজশাহী জেলা পরিষদের একটি পাজেরো জিপ গাড়িতে (রাজ মেট্রো ঘ-১১-০০৭১)তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে গাড়ির ভেতর একটি ব্যাগে ৫টি কোকাকোলার বোতল ভর্তি লুজ ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে নিয়ে আসা হয় পরিচয় নিশ্চিত হওয়ার জন্য। সাইফুর রহমান আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে গণমাধ্যমের সামনে সাজিদকে নিয়ে আসা হলেও,নুরুজ্জামানকে শেষ পর্যন্ত গণমাধ্যমের সামনে হাজির করা হয়নি। একটি সূত্র জানায়,চাঁপাইনবাবগঞ্জ মাজ্যেষ্টেট আদালত সেই উপসচিব কে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।


