Dec 26, 2020

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ ডায়রীয়ার প্রকোপ

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ ডায়রীয়া রোগীর সংখ্যা বেড়েছে।ধারনা করা হচ্ছে শীতকালীন সময়ে সচেতন ভাবে জীবন যাপন ও পর্যাপ্ত পরিমানে শরীরে রোগ প্রতিরোধ কম থাকায় এ রোগে আক্রান্ত হচ্ছে।একটি সুত্র জানায়;এ রোগে শিশু ও বৃদ্ধরা বেশি সংখ্যাক আক্রান্ত হচ্ছে।


জানা যায় গত রাত থেকে এপর্যন্ত অধুনিক সদর হাসপাতলে ডায়রীয়া রোগী ভর্তি হয়েছে ৮৪জন। ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে ৬টি ডায়রীয়া ওয়ার্ড থাকলেও তারচেয়ে রোগী ভর্তি হয়েছে।এতে করে সেবাগ্রহীতারা যথেষ্ট সেবা পাচ্ছেনা ফলে তাদের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।



দুই বছরের ছোট্ট শিশু জাহিদের চিকিৎসা নিতে আসা তার মা সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চকআলমপুর গ্রামের খাতিজা বেগম বলেন, ২ দিন ধরে ছেলের ডায়রিয়া, তাই হাসপাতালে ভর্তি আছি। বেড ফাঁকা না থাকায় মেঝেতেই চিকিৎসা চলছে। কনকনে শীতের মধ্যে মেঝেতে পাশাপাশি গাদাগাদি করে থাকা খুবই কষ্টকর।

অধুনিক সদর হাসপাতালের শিশু চিকিৎসক মাহফুজ রায়হান তিনি জানান,হাঠাৎ তীব্র শীতের প্রকোপ বাড়ার কারনে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে।জেলার সকলকে সচেতন থাকার জন্য অহবান জানান এ চিকিৎসক।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com