চাঁপাইনবাবগঞ্জে শ্যামল (৩৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকার মোঃহারানের ছেলে।র্যাব-৫ এর দেওয়া এক প্রেসনোটে এ খবর নিশ্চিত করে আমার চাঁপাই এর প্রতিবেদককে।
বুধবার (২৩ ডিসেম্বর) রাত শোয়া ৯ টায় শিবগঞ্জের চামাবাজারে অভিযানে অস্ত্র ব্যবসায়ী শ্যামলের নিকট থেকে; ২টি বিদেশী পিস্তল,২ টি ম্যাগাজিন,৪ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব-৫।র্যাব-৫ জানায়;এমর্মে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
