Dec 8, 2020

শিবগঞ্জে মাক্স বিতরণ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সুন্দর পৃথিবীর জন্য স্কাউটিং এ প্রতিপাদ্যকে লক্ষ রেখে 
বাংলাদেশ স্কাউটস শিবগঞ্জ শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বির নির্দেশনায় এ মাক্স বিতরণ করা হয়।৮ ডিসেম্বর সকালে শিবগঞ্জের বাজারস্থ মাক্সবিহীন সকল পথচারীকে মাক্স বিতরণ করা হয়।


মাক্স বিতরণে উপস্থিত ছিলেন;শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা,শিবগঞ্জ উপজেলা স্কাউটসের সম্পাদক রবিউল ইসলাম,সিনিয়র রোভার মেট আব্দুল আলিম,সিনিয়র রোভার মেট প্লাটিনা জুবলি প্রমুখ।

শিবগঞ্জ উপজেলা স্কাউটসের সম্পাদক রবিউল ইসলাম জানান,একমাত্র সচেতনতাই পারে বিশ্বব্যাপী মহামারী কোভিড-১৯ হাতে মনব জাতিকে রক্ষা করতে।আমরা যদি সেবাগ্রহীতাকে মাক্স ছাড়া সেবা দিয়,তাহলে আমরা সকলেই কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।তাই আমাদের স্কাউটসের নতুন স্লোগান,মাক্স পরিধান করুন,সেবা নিন।মাক্স ব্যতীত অফিস আদালতসহ বিভিন্ন দপ্তরে প্রবেশ করবেন না সকলকে সচেতন হওয়ার আহবান করেন রবিউল।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com