Dec 12, 2020

অনলাইনে বিডার ১৪টি নতুন সেবা


বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে নতুন করে যুক্ত হয়েছে ১৪টি নতুন সেবা। ফলে এখন থেকেই বিনিয়োগকারীরা অতিদ্রম্নত সহজেই অনলাইনে সেবাসমূহ প্রাপ্ত হবেন।

বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন সেবাসমূহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

যেসব সেবা পাওয়া যাবে : পরিবেশ অধিদপ্তরের ১২টি (পরিবেশগত ছাড়পত্র দেওয়া (লাল); পরিবেশগত ছাড়পত্র দেওয়া (কমলা-ক); পরিবেশগত ছাড়পত্র দেওয়া (কমলা-খ); পরিবেশগত ছাড়পত্র দেওয়া (সবুজ); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (লাল); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-ক); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-খ); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (সবুজ); অবস্থানগত ছাড়পত্র দেওয়া; ইআইএ অনুমোদন; টিওআর অনুমোদন; জিরো ডিসচার্জড অনুমোদন ও যৌথ মূলধন কোম্পানি।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com