চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আবুল কালাম লিটন(৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার চিমড়দিঘী এলাকার এনামুল হকের ছেলে।
জানা যায়,মৃত্য ব্যক্তি শনিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় বুকের ব্যাথা সৈর্য না করতে পেরে কারাগার কতৃপক্ষকে জানায়।পরে কারাগার কতৃপক্ষ তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাত ২টায় অধুনিক সদর হাসপাতালের মেডিসিন পুরুষ ওয়ার্ডে ভর্তি করে কারাগার কতৃপক্ষ।হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় আনুমানিক রাত আড়াই টায় লিটিলের (৪৪) মৃত্যু হয়।
মৃত্যর প্রমাণ পত্রে মৃত্যুর কারণে Death due to caridiogenic shock উল্লেখ করা হয়েছে।
জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানায়,টাকা পয়সা মামলায় লিটিল কারাবন্দী ছিলো।তার মরদেহ ময়না তদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তার নামে সদর থানায় অপ-মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
