চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে সড়ক দূর্ঘটনায় ২ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলো-সদর উপজেলার মহারাজপুর বাইরাপাড়া গ্রামের মোঃ গেদু মিয়ার ছেলে মোঃ মুকুল মিয়া (৫০) ও এই এলাকার মোঃ আশরাফুল ইসলাম।
স্থানীয় ও নাচোল থানা সুত্রে জানা যায়, মল্লিকপুর-ফতেপুর সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খেজুর গাছে ধাক্কা দিয়ে থেকে যায়। সেই সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মুকুল ও আশরাফুলকেও ট্রাকটি ধাক্কা দেয়। এরা তারা আহত হয়।
