Dec 15, 2020

চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে বিএসএফের গুলিতে নিহত-১


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিভিষণ সিমান্তে বিএসএফের গুলিবিদ্ধ হওয়া মোজাম্মেল (৩৫) নামে এক ব্যক্তি রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য হয়।তিনি গোমস্তাপুরের জৈশল এলাকার মৃত আকলুর ছেলে।আজ ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টায়  রামেক হাসপাতালের ২ং ওয়ার্ডে মৃত্যু হয়।

জানা যায়,গত ১০ ডিসেম্বর মঙ্গলবার নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি চাপাইনব্বাবগন্জ গোমস্তাপুর উপজেলার বিভিষণ বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকা  ২১৯/৪৫ আর এর ২০০ গজ ভারতের অভ্যন্তরে বাগানপাড়া নামক স্থানে  প্রতিপক্ষ ১৫৯ বিএসএফ এর বেলডাঙ্গা বিএসএফ ক্যাম্পের  এর টহল দল আনুমানিক বিকেল ৪টায় দুজন গরু চোরাকারবারি  রাবার বুলেটে আহত হয়ে  পালিয়ে আসে এবং অজ্ঞাত স্থানে চিকিৎসা নেয়।পরবর্তীতে উক্ত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে নিয়ে আসে তার নিকটাত্মীয়।পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

সুত্র জানায়;নিহত মোজাম্মেলের (৩৫) মরদেহ ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com