চাঁপাইনবাবগঞ্জে ২ যুবতী আত্মহত্যা করেছে।জেলার সদর উপজেলায় শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে ও বিকেলে ২ যুবতী আত্মহত্যা করে।
জানা যায়, শুক্রবার দুপুর ২টায় সদর উপজেলার নামোশংকরবাটি উজ্জ্বলপাড়ার মাইনুল ইসলামের মেয়ে বিলকিস বেগম (৩৬) নিজ শয়ন কক্ষে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। অপরদিকে বিকেল ৫টায় সদর উপজেলার আলীনগর উচ্চ বিদ্যালয়ের পিছনের পাড়ার মাসুদুর রহমানের স্ত্রী মৌসুমী বেগম (৩৫) নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
সদর থানা পুলিশ ওই দুই যুবতীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
