Nov 9, 2020

চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী তসিকুল





আখতারুজ্জামান চাপাইনবয়াবগঞ্জঃ
আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে ১৩ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি হতে মনোনীত কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন মো. তসিকুল ইসলাম। বর্তমান ওয়ার্ড কাউন্সিলর তসিকুল ইসলাম দলীয় প্রার্থী নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব হারুনুর রশিদ ও বিএনপির সাবেক এমপি অ্যড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়াসহ পৌর বিএনপির নেতা কর্মীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর তসিকুল সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। ১৩নং ওয়ার্ডে আবারও কাউন্সিলর পদে দল থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করায় তসিকুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১৩নং ওয়ার্ডের বর্তমান সফল কাউন্সিলর হিসেবে দায়িত্বে আছি। আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে জনগণের উপর আস্থা রয়েছে। আশা করি তারা আবারো ভোট দিয়ে কাউন্সিলর পদে নির্বাচিত করবেন।

সবসময় ১৩নং ওয়ার্ডের সুখ-দুঃখে এলাকায় সবার পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানিয়েছেন তসিকুল ইসলাম। তিনি বলেন, অসমাপ্ত কাজগুলো সঠিকভাব করতে পারি। আমি নির্বাচিত হলে সকলের সঙ্গে পরামর্শ করে দ্রুত সময়ের মধ্যে সেবা প্রদান করব, এটি আমার স্বপ্ন। আমার এ স্বপ্নটি বাস্তবায়নের জন্য আগামী পৌর নির্বাচনে দলমত নির্বিশেষে ১৩নং ওয়ার্ডবাসীর সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করছি। ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ওয়ার্ডের মানুষের জীবনমান উন্নত করে আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চাই। এ ছাড়াও মাদক, সন্ত্রাস নির্মুল, ইভটিজিংসহ সকল অন্যায়কে প্রতিহত করব। আমি একটি মানসম্মত নিরাপদ, উন্নত ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তুলব, ইনশাআল্লাহ...
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com