চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা জুড়ে নেসকোর অধিনের বিদুৎ গ্রাহকদের দ্বারে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত মোট ৩ঘন্টা বিদুৎ থাকবেনা।
সাব স্টেশনের মেরামত কাজের জন্য বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদুৎ থাকবেনা।শিবগঞ্জ এলাকায় আজ ৯ নভেম্বর সন্ধায় শিবগঞ্জ বাজারস্হ এলাকায় এক মাইকিং বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানায় নেসকো শিবগঞ্জ শাখা।
এছাড়াও শিবগঞ্জ উপজেলার নেসকোর কতৃপক্ষের সাথে কথা বলে আমার চাঁপাই'র প্রতিবেদক সত্যতা যাচাই করে।

