বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
আজ ১৩ নভেম্বর রোজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার মাসুদ উল হক ইনিস্টিউট এর মাঠে সদর উপজেলা পরিষদ ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, ও সহধর্মিণী ডাঃ মোহসিনা আনজুম স্মৃতি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন আখতার,মাসুদ উল হক ইনিস্টিউটের ম্যানেজিং কমিটির সভাপতি সোলায়মান বিশু,সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান রজ্জু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।


