Nov 6, 2020

চাঁপাইনবাবগঞ্জে মসজিদের গেট দখল পান-সিগারেটের দোকান

চাঁপাইনবাবগঞ্জের নাচোল সদর ইউপি'র পাশে থাকা মসজিদের গেট দখল করে চায়ের দোকান,অপসারনের পদক্ষেপ নেননি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম। তবে এলাকাবাসীর অভিযোগ চেয়ারম্যানের পরামর্শেই মসজিদের গেটঘেষে দুলাহার গ্রামের নাসিরউদ্দিনের ছেলে চা বিক্রেতা নিজামউদ্দিন চা বিক্রয় করছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান আব্দুস ছালাম।


জানাগেছে, নাচোল পৌরসভা ২০০৪ সালে গঠিত হলে সদর ইউনিয়ন পরিষদটি পৌর এলাকার বাইরে অথাৎ নাশিরাবাদ দুলাহার এলাকায় স্থাপিত হয়। সেখানে এলাকার সমাজসেবীরা জমি দান করলে নাচোল ৩নং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন তৈরী হয়। ইউপি চেয়ারম্যানের পালাবদলের এক পর্যায়ে তৎকালীন ইনায়েতুল্লাহ চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ গেটের বামপাশে একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদ ঘরটি সম্পূর্ন না হওয়ার পূর্বেই ইউপি চেয়ারম্যান ইনায়েতুল্লাহ মারা যান। এর পর উপ-নির্বাচন অনুষ্ঠিত হলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনিই এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন। এদিকে ইনায়েতুলল্লাহ চেয়ারম্যান মৃত্যুর আগে মসজিদটি যে পর্যায়ে রেখে গেছেন, ঠিক সে রকম অবস্থায় রয়েছে বলে সকল ইউপি সদস্যরা জানিয়েছেন।


তবে তারা আরও জানান, মসজিটটি পূণঃনির্মানের জন্য সকল ইউপি সদস্যদের পক্ষ থেকে একটি সরকারী বরাদ্ধ দিয়েছেন যা আগামীতে মসজিদের কাজ পুনরায় শুরু করা যাবে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম এ প্রতিবেদককে জানান, মসজিদের সামনে চায়ের স্টল বসানোর ক্ষেত্রে তার কোন সম্পৃক্ততা নেই, তবে মসজিদের কাজ শুরু করা হলে চায়ের স্টলটি সরিয়ে ফেলা হবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com