Nov 30, 2020

চাঁপাইনবাবগঞ্জে রেজিস্ট্রি অফিসের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন



চাঁপাইনবাবগঞ্জ জেলা জেলা সাব রেজিস্টার অফিসের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ৩০ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, সংগঠনের অহবায়ক হাজী সামসু উদ্দিন বাবলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধন উপস্থিত ছিলেন;সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব জিলহাজ বিশ্বাস,জেলা কৃষক লীগের সাধরণ সম্পাদক মুশফিকুর রহমান টিটু,পৌর ০৬ নং ওয়াড যুবলীগের সভাপতি রাকিবুল আলম।

মানবন্ধনে বক্তাগন তাদের বক্তব্যে বলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সাব রেজিস্ট্রি অফিস বর্তমানে অনিয়ম দূর্নীতির আকড়াতে পরিনত হয়েছে। জাল দলিল থেকে শুরু করে ভলিউময়ের পাতা পর্যম্ত তারা পাল্টিয়ে ফেলছে এবং টাকা ছাড়া কোন কাজ হয় না। এবিষয়ে দ্রুত কোন পদক্ষেপ না নিলে ভবিষ্যেৎ এ দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে জানান সনাসের নেতারা।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com