Nov 6, 2020

চাঁপাইনবাবগঞ্জে নিষেধাজ্ঞার পর ফের নির্বাচন


অবসান ঘটিয়ে অবশেষে ১১ বছর পর শনিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোনামসজিদ পর্যটন মোটেলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


এর আগে গত ৩১ অক্টোবর নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আদালতের নিষেধাজ্ঞার কারনে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ৪ নভেম্বর অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় ৭ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষনা করা হয় ।

জানা গেছে, নির্বাচনে আবদুল গফুরকে প্রধান নির্বাচন কমিশনার এবং আনিসুজ্জামান ফল ও মুকলেসুর রহমানকে নির্বাচন কমিশনার করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচনী পরিচালনা বোর্ড গঠন করা হয়। গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা পর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে ৩১ জন মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে সভাপতি পদ থেকে ইসমাইল হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এদের মধ্যে সভাপতি পদে আবদুল আওয়াল ও শওকত জাহিদুল ইসলাম প্রিন্স। সাধারণ সম্পাদক পদে আর. এম রশীদ, রুহুল আমীন ও বাবুল চৌধুরী।

এছাড়া সহ-সভাপতি পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ২, সহ-সম্পাদক পদে ৪ ও অর্থ বিষয়ক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদিকে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবদুল গফুর জানান, সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোনামসজিদ পর্যটন মোটেলে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দীর্ঘদিন পর নির্বাচনকে ঘিরে সাধারণ সদস্যদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com