চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের ডাঃ আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) রোডের ডাবল লেন রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
পৌর মেয়র মোহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মইনুদ্দীন মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ সাদকুল ইসলাম, প্যানেল মেয়র-৩ মোসাঃ মোসলেমা বেগম মিসু, কাউন্সিলর জিয়াউর রহমান আরমান,
এডিপি, ওএফআইডি ও জিওবি এর অর্থায়নে 'তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প'এর অধীনে ৩য় পর্যায়ে সদর মডেল থানা হতে আধুনিক সদর হাসপাতাল গেট পর্যন্ত ৫'শ মিটার ডিবিসি ও সিসি দ্বারা পুণর্বাসন ও ডাবল লেন রাস্তার কাজ হবে। যার প্রাক্কলিক খরচ ১ কোটি ৫৫ লক্ষ ১৬ হাজার ৪০৬ টাকা। কাজ বাস্তবায়নের সময়সীমা ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, এডিপি, ওএফআইডি ও জিওবি এর অর্থায়নে 'তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প'এর অধীনে ৩য় পর্যায়ে প্যাকেজে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮টি রাস্তা (দৈর্ঘ্য ৭.৮৬২ কিঃমিঃ) ও ১০টি ড্রেন (দৈর্ঘ্য ৩.০৮৮ কিঃমিঃ) নির্মিত হবে। অনুমোদনকৃত প্যাকেজের চুক্তিমুল্য ১০ কোটি ৩২ লক্ষ ৫২ হাজার টাকা (প্রায়)।

