চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী নাপিতপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে নির্বিচারে প্রতিপক্ষের সজনে, চালকুমড়ার গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার বাখের আলী নাপিতপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. সৈবুর রহমানের বসতবাড়ির এসব গাছ কেটে সকল তরকারি নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। প্রতিকার চেয়ে এনিয়ে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সৈবুর।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার পাশের বাড়ির মৃত সলিমুদ্দিনের ছেলে মো. মসফুল হক ও তার লোকজন বিকেল ৫টার দিকে পূর্ব শত্রুতার জেরে সজনে ও চালকুমড়ার গাছ কেটেছে। এসময় মসফুলের লোকজন সজনে গাছের ডালপালা ও ছোটবড় অন্তত ২০টি চালকুমড়া নিয়ে তারা। বাধা দিতে গেলে বিভিন্ন প্রাণনাশের হুমকি দেয় মসফুল ও তার লোকজন।
সৈবুর হক বলেন, গাছ কাটার সময় মসফুল ও তার স্ত্রী তাহেরা বেগমসহ আরো অন্তত ৫-৬ জন অংশ নেয়। জমি নিয়ে আগে থেকেই একটা ঝামেলা ছিলো। তাই বলে গাছগুলো তো কোন অপরাধ করেনি। গাছেরও প্রান আছে, কিন্তু তাদের মনে কি কোন দয়া মায়া নাই?
অভিযুক্ত মসফুলের স্ত্রী তাহেরা বেগম অভিযোগ অস্বীকার করে জানান, আমাদের জমিতে গাছ, তাই আমরা কেটেছি। এখানে কে কি বললো তাতে আমাদের কি?
সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন মুঠোফোনে জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

