ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সুমনকে হত্যার চেষ্টার প্রতিবাদে,এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ নভেম্বর বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে (কালেক্টর চত্তরে) মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন;ঘাতক দালাল নির্মুল কমিটির জেলা জেলা শাখার সভাপতি এডভোকেট আব্দুস সালাম,ঘাতক দালাল নির্মূল কমিটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ,ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি অধ্যাপক কফিল উদ্দিন,ঘাতক দালাল নির্মূল কমিটির সহ সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম টিয়া,ইসমাইল হোসেন,ওয়াহিদুর রহমান প্রমুখ
