চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জেলা শাখার সম্মেলন ও নির্বাচন হয়েছে। বুধবার দুপুর ২ টায় জেলা আইনজীবী ভবনে এ সম্মেলন ও নির্বাচন হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সিনিয়র আইনজীবী এ্যাড. গোলাম কবিরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ব্যারিষ্টার কায়সার কামাল।
বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মাহমুদ হাসান, এ্যাড. এরশাদ আলী ঈশা ও মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সম্মেলনে এ্যাড. সোলায়মান বিশুকে সভাপতি ও এ্যাড. রবিউল হক দোলনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের জেলা কমিটি ঘোষনা করা হয়।

