চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে ফ্রান্সে রাষ্ট্রীয় ভাবে অবমাননা করার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,শুক্রবার (৩০ অক্টোআর) জুমার নামাজের পর চাঁপাইনবাবগঞ্জ জেলা ২০টা জায়গায় ফ্রান্স বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের বিশ্ব-রোড,টিকরামপুর,চরমনহপুর,হরিপুর,গোবরাতলা,শিবগঞ্জ বাজার,সোনামসজিদ,শাহবাজপুর,আদিনা কলেজ,সাহপাড়া,রসুলপুর,নাচোল বাজার ,নেজামপুর,সর্জন,রহনপুর,পারবর্তীপুর,বাঘাঈড়,ভোলাহাট কলেজ মোড়,দলাদলি,ময়ামারিতে ইসলামপ্রিয় তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন;ফ্রান্স কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লামকে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে আমরা যদি সকলে একযোগে প্রতিবাদ জানায়,তাহলে তাদের আর্থিক অবস্থা সৌচনিয় হয়ে পড়বে,মুসলিম রাষ্ট্রের কাছে মাথা নুয়ে দিবে।
মানববন্ধন বন্ধে বক্তারা সকলের উদ্দ্যেশে বলেন;আমরা যদি ফ্রান্সের সকল পণ্য বয়কট করি তাহলে তারা অচল হয়ে পড়বে।সুতরাং মোহাম্মদ সাঃ ভালোবাসলে সকলকে ফ্রান্সের পণ্যের বয়কট করার দাবি জানায় মানববন্ধনে থাকা বক্তারা।