Oct 5, 2020

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।


সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেটের (শিল্পকলা মার্কেট) সামনে এসে শেষ হয়। 


র‌্যালী শেষে শিল্পকলা মার্কেটের চতুর্থ তলায় বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যান তহবিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কার্যালয়ে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 সভায় উপস্থিত ছিলেন,জেলা শিক্ষক সমিতির
সাধারণ সম্পাদক ও নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম
কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি ও রানিহাটি উচ্চ
বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামাল উদ্দিন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ অন্যান্যরা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

 আলোচনা সভা শেষে প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনায়,
শিক্ষক সমাজের সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com