Sep 9, 2020

চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের তদন্ত শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।


পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন বিষয়টি তদন্ত করার জন্য সহকারি কমিশনার (ভূমি)-কে দায়িত্ব প্রদান করেন।

আজ বুধবার(৯ আগস্ট) সকালে সহকারি কমিশনার (ভূমি) আনিসুর রহমান ইউপি কার্যালয়ে গিয়ে অভিযোগকারীদের মধ্য হতে ৯ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন এবং আগামী ২২ সেপ্টেম্বর অন্যদের স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।  

জানা গেছে, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান তার নিকটাত্মীয় ৫০ জনকে দুস্থ ও বিধবা ভাতার কার্ড করে দিয়েছেন এবং জেলা পরিষদসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের টাকা নিয়ে কোটি টাকা আত্মসাৎ করাসহ বিভিন্ন অভিযোগ এনে সম্প্রতি জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে এলাকার কয়েকজন ব্যক্তি।  

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) আনিসুর রহমান  বলেন, আজ অনিয়মের তদন্ত শুরু করা হয়েছে।

 সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ভিত্তিহীন দাবি করেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com