চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামে সরকার কতৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের ২ জেএমবি সদস্যকে গ্রেফতার করে র্যাব-৫।
র্যাবের দেওয়া প্রেসনোটে জানা যায়,৯ সেপ্টেম্বর রাত অনুমানিক ৩টায় শ্রীরামপুর গ্রাম হতে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মোজহেদীন বাংলাদেশের ২জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃত সদস্যরা নাচোলের শ্রীমরামপুর এলাকার ফজর আলী মন্ডলের ছেলে কামাল উদ্দিন,একই এলাকার কামাল উদ্দিনের ছেলে রুবেল আহম্মেদ।
র্যাব আরো জানায়,৩ টি উগ্রবাদী বই,উগ্রবাদী লিফলেট ১ সেট,ইয়ানতের(মাসিক চাঁদা) আদায়ের রশিদ,১টি মোবাইল,দুটো সিম কার্ডসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৫ এর অধিনায়ক জানায়,আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্মক্রম চলমান আছে।
