জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ,বাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখা।
মঙ্গলবার বিকেলে চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে বাঙ্গাবাড়ী ইউনিয়নের বিজিবি ক্যাম্প টু শিবরামপুর রাস্তার বিভিন্ন ফাঁকা জায়গায় ২০ টি বড় জাতের মেহগনির চারাগাছ লাগানো হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুঃ নূরে আলম সিদ্দিকী(সুপ্ত),বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুঃ আতিকুর রহমান সুমন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ বাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখার সহ সভাপতি শাহিন শাহ সাধারণ সম্পাদক শাহরিয়ার মোহাব্বত জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক দুরুল হোসেন, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহ-সভাপতি দুরুল হোদা স্বপন,সাংগঠনিক সম্পাদক বাশার শ্যামল, সাহিত্য সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ


