Aug 11, 2020

সেই দাপটশালী মেম্বারের বহুরুপী বক্তব্য

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম বজুর বিরুদ্ধে  'জমি আছে বাড়ী নাই' প্রকল্পের বাড়ী দেয়ার নামে তিন বছর আগে বেশ কয়েকজনের নিকট ৫ হাজার করে টাকা নেয়। বাড়ী না পাওয়ায় সেই টাকা ফেরত চাইতে গেলে গত শুক্রবার (৭ আগষ্ট) রাতে ইব্রাহিমের উপর হামলা করে মেম্বার বজু ও তার ক্যাডার বাহিনী। 


এইমর্মে আমার চাঁপাই  ৮ আগষ্ট ' চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের দাপট' নামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে মেম্বার নুরুল ইসলাম বজু প্রতিনিধিকে জানায় ইব্রাহিম মাত্র ২'শ টাকা পায়। শুক্রবার সেই ২'শ টাকা দেয়ার কথা ছিল। কিন্তু ইব্রাহিম সেদিন আমাকে অকথ্য ভাষায় কথা বলে এবং আমার উপর হামলা করে। পরবর্তীতে আমার লোকজন তাকে মারধর করে।

ঘটনার রাতেই মেম্বার বজু সদর মডেল থানায় ইব্রাহিমের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেছেন, পুর্ব শত্রুতার জেরে ইব্রাহিম ও তার ভাইয়েরা মিলে তার উপর হামলা করে এবং তার পকেটে থাকা ৩০ হাজার টাকা আত্মসাত করে। 

পরেরদিন রোববার (৯ আগষ্ট) স্থানীয় একটি অনলাইন পত্রিকায় মেম্বার বজু আমার চাঁপাই এ প্রকাশিত নিউজটির প্রতিবাদ দেন। তিনি প্রতিবাদে উল্লেখ করেন, কেউ তার নিকট টাকা পাবেনা, সব টাকা অনেক আগেই পরিশোধ করা হয়েছে।

সোমবার ওই একই অনলাইন নিউজ পোর্টালে 'চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জনপ্রতিধির উপর সন্ত্রাসী হামলা' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে মেম্বার নুরুল ইসলাম বজুর বক্তব্যে বলা হয়েছে, 'ইব্রাহিম তার নিকট ২২ 'শ টাকা পাবে, তারমধ্যে ১ হাজার টাকা পরিশোধ করা হয়েছে, সে আর ১ হাজার ২'শ টাকা পাবে।

মেম্বার বজুর এই ভিন্ন ভিন্ন বক্তব্য জনগণের মাঝে কৌতুহলের সৃষ্টি করেছে। 

মেম্বার নুরুল ইসলাম বজুর নিকট এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।

স্থানীয় সুত্রে জানা যায়, মেম্বার বজুর বিভিন্ন অনিয়ম আর দূর্ণীতির চিত্র জনগনের মাঝে প্রকাশ হয়ে পড়ায়, ভুক্তভোগীদের তিনি বিভিন্নভাবে অব্যাহত হুমকি প্রদান করে যাচ্ছে। এবিষয়ে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে।

বালিয়াডাঙ্গার চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন,আগামী বুধবার স্হানীয় ভাবে মিমাংসায় বসা হবে,তিনি এবিষয়ে আমার চাঁপাই'র প্রতিবেদকে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন,অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com