চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেরপুর ভান্ডার এলাকার গোলাম মোস্তফা(৬০)নামে একজনের করোনা উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে বলে আমার চাঁপাইকে জানিয়েছেন রামেক কতৃপক্ষ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,মৃত ব্যক্তি আজ ৪ আগষ্ট বেলা সাড়ে ১১টায় করোনা উপসর্গ নিয়ে(জ্বর ও শ্বাসকষ্ট জনিত) সমস্যায় রামেক হাসপাতালের ২৯ নং করোনা ওয়ার্ডে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৪ আগষ্ট বেলা সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
মৃতের মৃত্যু সনদে মৃত্যুর কারন হিসেবে irreversible cardio respiratory failure due to suspected covid-19 উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে মরদেহের দাফন কাফন সম্পন্ন করা হবে এবং করোনা পরীক্ষার জন্য মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা যায়।
