চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদ পুর বিওপির সিমান্তে বিএসএফের গুলিতে ১জন গরুর রাখাল নিহত হয়েছে।
নিহত ব্যাক্তি,মনাকষা ইউনিয়নের তাঁরাপুর এলাকার মৃত কালুর ছেলে সুমন আলী।
বিশ্বস্ত সুত্রে জানা যায়,রবিবার(১৬ আগষ্ট) রাত ৯টায় ৬ জন গরুর রাখাল ভারতের সীমান্ততে গরুপাচার করতে গিয়ে, সুমন আলী বিএসএফ এর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করে, পরে তার সহযোগীরা তার লাশ তারাপুর ঈদগাঁহ মাঠের পাশে ফেলে পালিয়ে যায়।
বর্তমানে লাশটি তারাপুর ঈদগাঁ মাঠের পাশে পড়ে আছে বলে তথ্য পাওয়া যায়।
এবিষয়ে বিজিবির সাথে যোগাযোগ করলে কোন বক্তব্য পাওয়া যায়নি।
