চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের পারবর্তীপুর ইউনিয়নের টাওয়ার মোড়ে ভুটভুটির ধাক্কায় প্রাণ হারালো আলম(৫০)।পার্শ্ববর্তী নওগা জেলার পোরসা থানার কালাইমারী এলাকার মৃত সেরাজুল ইসলামের ছেলে।
গোমস্তাপুর থানার ওসি জমিস উদ্দিন বিষয়টি সত্যতা স্বিকার করে বলেন,ভুটভুটির ধাক্কায় আলম তাৎক্ষণিক গুরতর আহত হয় স্হানীয়রা তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
