Aug 17, 2020

চাঁপাইনবাবগঞ্জে ৩জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে সংবাদ লিখা পর্যন্ত ৩জনের মৃত্যু হয়েছে।


 সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের পুলপাড়া এলাকায় সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।নিহতরা হলেন পালপাড়া গ্রামের পরিমল পালের ছেলে পার্থ পাল (১০) ও প্রত্যয় পাল (৫)।

সদর থানার ওসি (অপারেশন) মিন্টু রহমান জানান, বেলা ১১টার দিকে পার্থ নিজেদের ঘরে থাকা টেবিল ফ্যানের বিদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে প্রথমে ছোট ভাই প্রত্যয় ও পরে তাদের মা রিভা রানী পালও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।রিভা রানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে নাচোল উপজেলার নেজামপুরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
মো: কেতাবুল ইসলামের ছেলে, মো:আলী(৪)।১৭ আগস্ট রাত ৪টার দিকে শিশুটি ঘুমানোর সময় সাপে কামড়ায় বলে তার বাবা জানান।সাপে কামড়ানোর পর কবিরাজের কাছে নিয়ে যাওয়ার সময় শিশুটির মৃত্যু হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com