Aug 7, 2020

চাঁপাইনবাবগঞ্জে কোটিটাকা মূল্যের মাকদসহ আটক ১জন

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর বিশেষ অভিযানে
 ১,৬০,০০০০০/- (এক কোটি ষাট লক্ষ) টাকা মূল্যের ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইন উদ্ধারসহ 
০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলামকে গ্রেফতার করে র‍্যাব।


আমার চাঁপাই কে দেওয়া প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক একটি দল আজ(শুক্রবার) সন্ধা আনুমানিক সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বাগডাঙ্গা খাকচা পাড়া  ব্রীজের অনুমান ৫০ গজ উত্তর পাশে ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে,হেরাইন-১ কেজি ৫৬০ গ্রাম,মোবাইল সেট-০১টি, সীমকার্ড-০১টি এবং নগদ-৬৫০টাকা সহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই এলাকার মৃত চাঁন মোহাম্মদের ছেলে সিরাজুল ইসলামকে
হাতেনাতে গ্রেফতার করা হয়। 


উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর  থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com