চাঁপাইনবাবগঞ্জের জেলার নাচোল উপজেলাট পরকিয়া প্রেমে গলায় ফাসঁ লাগিয়ে প্রান হারালো একজন।
নিহত ব্যাক্তি,হাটবাকোলের বাইপুর গ্রামের সেকেন্দার আলূর ছেলে সেলিম হোসেন(৩০)।
পুলিশ সুত্রে জানাযায়,একই এলাকায় একজন মেয়ের সাথে পরকীয়া প্রেম চলছিলো,মানসিক ভারসাম্য হারিয়ে গলায় দড়ি দিয়ে ফাসঁ দেয়।তাতেই তার মৃত্যু হয়।ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে,এ মর্মে নাচোল থানায় একটা ইউডিডি(অপমৃত্যু) মাললা দায়ের করা হয়েছে।

