চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।গতবারের মতো কুরবানীর ঈদের আমেজ নেই বলছে মসজিদে ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিরা।ঈদুল আযহার ত্যাগের মহিমায় খোদার দরবারে দোয়া করে করোনা মুক্তির আকুল আবেদন জানিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর এবং সদর উপজেলার যেসব গুরুত্বপূর্ণ মসজিদ গুলাতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ কোর্ট জামে মসজিদ, ফকিরপাড়া জামে মসজিদ, আরামবাগ জামে মসজিদ, নতুনহাট জামে মসজিদ, সদর উপজেলা জামে মসজিদ, আলীনগর জামে মসজিদ, পুরাতন জেলখানার পাশে জামে মসজিদ, রেহাইচর জামে মসজিদ, মসজিদ পাড়া জামে মসজিদ, বালুবাগান জামে মসজিদ, পৌর জামে মসজিদ, শাহ নেয়ামতুল্লাহ জামে মসজিদ, শাহীবাগ জামে মসজিদ, মাঝপাড়া জামে মসজিদ, রামকৃষ্টপুর জামে মসজিদ, শান্নিমোড় জামে মসজিদ,
শিবতলা বেলতলা জামে মসজিদ, প্রফেসরপাড়া জামে মসজিদ, সদর উপজেলা জামে মসজিদ, আজাইপুর কাজীপাড়া জামে মসজিদ, পাঠানপারা জামে মসজিদ, টিকরাম পুর জামে মসজিদ, টিকরাম পুর জামে মসজিদ, বটতলার হাট জামে মসজিদ,শিবগঞ্জ জামে মসজিদ,বারোরশিয়া জামে মসজিদ,সাহাপাড়া জামে মসজিদ,নাচোল উপজেলা জামে মসজিদ,ভোলাহাট কলেজ মোড় জামে মসজিদ,রহনপুর জামে মসজিদ অনাউল্লেখিত আরো গ্রাম অঞ্চলের মসজিদগুলোতে ঈদুল আযহার নামাজ সম্পূর্ণ হয়েছে।
শিবতলা বেলতলা জামে মসজিদ, প্রফেসরপাড়া জামে মসজিদ, সদর উপজেলা জামে মসজিদ, আজাইপুর কাজীপাড়া জামে মসজিদ, পাঠানপারা জামে মসজিদ, টিকরাম পুর জামে মসজিদ, টিকরাম পুর জামে মসজিদ, বটতলার হাট জামে মসজিদ,শিবগঞ্জ জামে মসজিদ,বারোরশিয়া জামে মসজিদ,সাহাপাড়া জামে মসজিদ,নাচোল উপজেলা জামে মসজিদ,ভোলাহাট কলেজ মোড় জামে মসজিদ,রহনপুর জামে মসজিদ অনাউল্লেখিত আরো গ্রাম অঞ্চলের মসজিদগুলোতে ঈদুল আযহার নামাজ সম্পূর্ণ হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এজেডএম নূরুল হক,জেলা পুলিশ সুপার এ কেএম আব্দুর রকিব,আওয়ামী বিএনপিসহ অনান্য রাজনৈতিক নেতারা জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে।

