চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মোট ৬জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন জানায়,বুধবার ২৯ জুলাই রাত সাড়ে আটটায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে লাখেরাজ পাড়া গ্রামের ইসমাইল আলী(৭৩)মৃত্যু হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ আমার চাঁপাই কে জানায়,মৃত ব্যক্তি ২০ জুলাই তারিখ নমুনা দেয়,২৭ তারিখ পজেটিভ আসে।শারীরিক অবস্থার অবণতি হলে সদর হাসপাতলে ভর্তি হয়,পরে করোনা ইউনিটে মারা যায়।
উল্লেখ এইযে,করোনা উপসর্গে মারা যাওয়ার পর ৩ জনের নমুনার রিপোর্ট আসে পজেটিভ আসে,আর বাকি ৩জন করোনা সংক্রমিত হয়ে মৃতবরণ করে।
