Jul 23, 2020

রহনপুরে আদালতের নির্দেশ অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার মুক্তাশা হল রোডে একটি বিরোধ পূর্ণ জায়গায় আদালতের
নির্দেশ অমান্য করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আদালত এ ঘটনায় গত ২০ জুলাই ওই স্থানে ১৪৪ ধারা জারী করে উভয় পক্ষকে কোন প্রকার স্থাপনা নির্মাণে বিরত থাকার জন্য নিদের্শ দিলেও গত ২১ জুলাই ওই স্থানে নির্মাণাধীন স্থাপনার নির্মাণ কাজ সম্পন্ন করা হয় বলে অভিযোগ রয়েছে। এদিকে বিরোধ পূর্ণ জায়গায় বিবাদী বাদশাহ পুনরায় স্থাপনা নির্মাণ শুরু করলে গত ২০ জুলাই/২০২০ ইং রহনপুর সবুজ সংঘের পক্ষে সম্পাদক জাকির হোসেন সনি এ বিষয়ে আদালতে একটি আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেদিনই ওই স্থানে ১৪৪ ধারা জারী করে উভয়পক্ষকে ওই বিরোধ পূর্ণ স্থানে কোন প্রকার স্থাপনা নির্মাণ, আকৃতি পরিবর্তন, ক্ষতি সাধন ও দখল বা দখলের চেষ্টা করতে পারবে না মর্মে আদেশ জারি করে। আদালতের আদেশে আদিষ্ট হয়ে গত ২১ জুলাই রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল মালেক বাদী ও বিবাদী উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে বিষয়টি অবহিত করেন।

এ প্রসঙ্গে রহনপুর সবুজ সংঘের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ জানান, রহনপুর মহন্ত স্টেটের প্রয়াত মহন্ত শ্রী হরি করন আচারী দীর্ঘদিন পূর্বে তাদের সংগঠন কে রহনপুর মৌজার ১৭৮৪ নং দাগের প্রায় ২০ শতক জায়গা দান করেন। রহনপুর পৌর এলাকার
ধূলাউড়ি গ্রামের রেজাউল করিমের ছেলে বাদশাহ ও পুরাতন বাজার এলাকার শ্রী কার্তিক চক্রবর্তীর ছেলে শ্রী চন্দন ওই স্থান দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করে। এ ঘটনায় বিরোধ পূর্ন ওই জায়গা
নিয়ে রহনপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী সংগঠন সবুজ সংঘের পক্ষে সম্পাদক জাকির হোসেন সনি বাদী হয়ে রহনপুর পৌর এলাকার ধূলাউড়ি গ্রামের রেজাউল করিমের ছেলে বাদশাহ আলী কে বিবাদী করে গত ২৮ জানুয়ারী/২০১৯ ইং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। 

পরে বিবাদী বাদশাহ গত ২৫ মার্চ/২০১৯ পাল্টা মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত বাদী ও বিবাদীর বিরোধ পূর্ণ জায়গার দাগ নং পৃথক হওয়ায় গত ৩১ ডিসেম্বর/২০১৯ ইং মামলাটির নিস্পত্তি করেন।
এ দিকে বিবাদী পুনরায় ওই স্থানে স্থাপনা নির্মাণ শুরু করলে সবুজ সংঘের পক্ষে সম্পাদক জাকির হোসেন সনি আদালতে পুনরায় আবেদন করলে আদালত সেখানে কোন প্রকার নির্মাণ কাজ বন্ধের
নিষেধজ্ঞা প্রদান করেন । তিনি আরও অভিযোগ করেন বিজ্ঞ আদালত এ বিষয়ে গত ২০ জুলাই নিষেধজ্ঞা জারী করলেও বিবাদী গত ২১ জুলাই জোর পূর্বক ওই স্থানে একটি স্থাপনা নির্মাণ করে। এ প্রসঙ্গে
স্থাপনা নির্মাণকারী বাদশাহর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রহনপুর মহন্ত স্টেটের বর্তমান মহন্ত শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারীর নিকট হতে রহনপুর মৌজার ১৭৮৩ নং দাগের ২ কাঠা জমি ৫
লক্ষ টাকায় ক্রয় করে স্থাপনা নির্মাণ করতে গেলে রহনপুর সবুজ সংঘের পক্ষ থেকে বাধা দেয়া হয় । 


এ ঘটনায় আদালতে তার পক্ষ থেকে একটি মামলা করা হলে তা নিস্পত্তি হয়। সে তার জন্য নির্দিষ্ট জায়গায় স্থাপনা নির্মান করছেন বলে তিনি জানান। এদিকে আদালতের নির্দেশ উপেক্ষা করে স্থাপনা নির্মাণ প্রসঙ্গে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল মালেক জানান, নোটিশ জারীর পর ওই স্থানে কেউ কোন স্থাপনা নির্মাণ করেনি।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com