May 9, 2020

চাঁপাইনবাবগঞ্জে স্বামী-স্ত্রী মিলে বেড়ক পেটালো বৃদ্ধা বাবা-মাকে

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামে স্বামী স্ত্রী যৌথভাবে ছেলের মা-বাবাকে পিটানোর অভিযোগ উঠেছে।

বাবা তোজাম্মেল হক বলেন;আমার ছেলে জাহাঙ্গীর আলম ও আমার ছেলের বউ ডালিয়া বেগম,আমাদের দুজনকে বেড়ক মারধর করে,এবং আমার স্ত্রীকে মেরে হাত ভেঙ্গে দিয়েছে।আমি প্যারালাইসিসের রোগে আক্রান্ত এর পরেও আমায় বেধড়ক মারধর করে এবং আমায় অকৈথ্য ভাষায় গালিগালাজ করে।এর আগেও আমার স্ত্রীসহ আমায় কয়েকবার মেরেছে।
মা ফিনিয়ারা বেগম বলেন, আমার ছেলে আর ছেলের বউ আমার স্বামীকে মারতে গেলে আমি বাঁধা দেই।বাঁধা দেয়ার সাথে সাথে আমার ছেলে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে চাই, আমি হাত বাড়ালে আমার হাতে আঘাত লাগে হাতে প্ররচণ্ড ব্যাথা শুরু হয় এবং স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে জানতে পারে আমার হাত ভেঙে গেছে।
স্থানীয় বাসিন্দা আঃকরিম জানান,মাঝেমধ্যেই জাহাঙ্গীর তার মাকে ও বাবাকে মারধর করে এবং প্রায় প্রতিদিনই অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা বলতে গেলে আমাদের উপরে রেগে যায়।
 শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ আমার চাঁপাইকে বলে;পারিবারিক জেরে এসব ঘটনা ঘটেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com