চাঁপাইনবাবগঞ্জে গতকাল ৮ই মে পর্যন্ত মোট ১৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে আমার চাঁপাইকে নিশ্চিত করে সিভিল সার্জন ডাঃজাহিদ নজরুল চৌধুরী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি আয়োজনে সকলের বাড়িতে বাড়ি খোঁজ-খবর নিচ্ছেন কমিটির সদস্যরা।
এদিকে আজ ৯ই মে শনিনার জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের করোনা ভাইরাসে আক্রান্ত ওবাইদুল হক-কে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার (ফলমূল ও নগদ ৫০০০/- টাকা) দেওয়াসহ তার শারিরীক অবস্থার খোঁজ নেন।
উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শিমুল আকতার।শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা,উপজেলা প্রকল্প বাস্তবতায় কর্মকর্তা।
