May 10, 2020

চাঁপাইনবাবগঞ্জে ৩য় ধাপের আরও ১০ কয়েদীর মুক্তি


স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার হতে ৩য় ধাপের আরও ১০ জনকে মুক্তি দিয়েছে কারাগার কর্তৃপক্ষ। রোববার (১০ মে) দুপুরে তাদের মুক্তি দেয়া হয়।


স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার হতে ৩য় ধাপের আরও ১০ জনকে মুক্তি দিয়েছে কারাগার কর্তৃপক্ষ। রোববার (১০ মে) দুপুরে তাদের মুক্তি দেয়া হয়।

গত শুক্রবার ৩য় ধাপের ৪৯ জনের মধ্য হতে ২৮ জনকে মুক্তি দেয়া হয়েছে।  আর বাকী রইলো ১১ জন। জরিমানা আদায় সাপেক্ষে তাদের মুক্তি দেয়া হবে বলে জানান কারাগার কর্তৃপক্ষ।
 ১ম ধাপে ১ জন ও ২য় ধাপে ৭ জন কয়েদীকে মুক্তি দেয়া হয়েছে। 
মুক্তির আদেশপ্রাপ্ত সকলেই মাদক মামলার আসামী বলে জানা যায়।
উল্লেখ্য গত ৩ এপ্রিল ১০৮ জনের মুক্তির প্রস্তাবনা কারা অধিদপ্তরে পাঠায় জেলা কারাগার কর্তৃপক্ষ। সেই প্রস্তাবনার আলোকে ১ম ও ২য় ৩য় ধাপে ৫৭ জনের মুক্তির নির্দেশনা দেয়া হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com