May 4, 2020

গোমস্তাপুরে পানিতে ডুবে কিশোর নিহত

গোমস্তাপুরে পানিতে ডুবে কিশোর নিহত 



চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুরে উপজেলা মহানন্দায় নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিহত হয়েছে।

নিহত কিশোর ব্যক্তিটি হলো,গোমাস্তাপুর ইউনিয়নের রাজারামপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে আকাশ আলী জীবন(১৫)।

৪ মে পৌনে ১২টায় এ দূর্ঘটনাটি করে।

স্থানীয় সুত্রে জানা যায়,জীবন পানিতে গোসল করতে নামে খুব করে সাঁতার কাটতে থাকে সবাই নিষেধ করলে বাক-প্রতিবন্ধি হওয়ায় শুননে না পাওয়া সাঁতার কাটতেই থাকে একপর্যায়ে পানিতে তলিয়ে যায়,পরক্ষনে প্রায় ১৭মি পর লাশ উদ্ধার করা হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com