May 4, 2020

কবিতাঃমুখোশধারী চোর

মুখোশধারী চোর
লেখক:রুদ্র অয়ন

চোর না শুনে ধর্মের কথা
সুযোগে করে চুরি,
মুখোশধারী চোর রয়েছে
এদেশে ভুরি ভুরি।

করোনার এই প্রলয় দিনে
মরছে মানুষ রোজ,
গরীবের হক মেরে নেতারা
করে ভূরি ভুঁড়িভোজ!

চুরি বিদ্যায় কৌশলী অতি
কথিত বহু নেতা,
চোর নেতারা বুঝে কি আর
গবীরদের ব্যথা!

গরীব লোকের জন্য যখন
রাষ্ট্র দিচ্ছে ত্রাণ,
চোর নেতারাই দুস্থ বড়
করবে কাকে দান?

চুরি ওদের নেশা পেশায়
পেলেও খাবে দেশ,
চোর নেতাদের জন্যেইতো
সব অর্জন শেষ।

দূর্নীতিবাজ হারামখোর
শোনরে তোরা সব,
পাবিনে ছাড় পাবিনে পথ
ধরবে যবে রব।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com