May 6, 2020

নাচোলে বাড়ির মালিক ভাড়া নিতে আসায়,বাড়ি লক-ডাউন

নাচোলে বাড়ির মালিক ভাড়া নিতে আসায়;বাড়ি লক-ডাউন



চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার পৌর এলাকর ০৭নং ওয়ার্ডে পাইলট উচ্চ বিদ্যালয়ে পশ্চিম প্বার্শে করোনা আক্রান্ত বাড়ির মালিক বাসা ভাড়া নিতে আসায় একটি বাড়ি লক-ডাউন করা হয়েছে।

৬ মে দুপুর দেড়টায় বাড়িটিকে লক-ডাউন করা হয়েছে বলে জানান নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।



নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বলেন, লক-ডাউন বাড়িটিতে একজন ক্ষুদ্র ব্যবসায়ী বাড়ি থাকেন।বাড়ির মালিক নিয়ামত পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লক্সে এর সহকারী স্বাস্থ্য পরিদর্শক করোনা আক্রান্ত মো. আবু হেনা মোস্তাফা কামাল  মালিকানাধীন এই বাড়িতে ভাড়া সংগ্রহের জন্য গত ৫ মে তারিখে বাড়িতে এসে অবস্থান করেছিলেন। বিষটি জানাজানি হওয়ার পর স্হানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়,পরবর্তীতে বাড়িটিকে লক-ডাউন ঘোষণ
 করা হয়।এবং বাড়িটিতে অবস্থানরত প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হবে বলে জানায় নির্বাহী অফিসার।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com