চাঁপাইনবাবগঞ্জে বোরো ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।
সরকারি নির্দেশনানুযায়ী কৃষক ও মিলারদের নিকট হতে ২৬ টাকা কেজি দরে বোরো ধান ও ৩৬ টাকা কেজি দরে চাউল ক্রয় করা হবে বলে জানা যায়।
এ বছর জেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ৪ হাজার ২৮৪ মেট্রিকটন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩১ হাজার ৩৫৭ মেট্রিকটন বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ওবায়দুল ইসলাম।
সদর উপজেলা খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধক জেলা প্রশাসক এজেডএম নুরুল হক বলেন, কৃষক ও মিল মালিকদের মধ্য হতে লটারির মাধ্যমে স্বচ্ছতার সহিত জেলায় এ ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে। জেলার মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিতকল্পে ধান-চাল সংগ্রহ করছে সরকার। জেলায় যথেষ্ট খাদ্য মজুদ আছে বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ওবায়দুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃ এরফান আলী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দীন প্রমুখ।
