May 19, 2020

শিবগঞ্জে সেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনের নাম পরিবর্তন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনের নাম পরিবর্তন করা হয়েছে।

"Breath-Blood for Life" রক্তদাতা সংগঠনের নাম পরিবর্তন করে "সপ্তম-স্বেচ্ছায় রক্তদাতা সংস্থা" রাখা হয়েছে। গত ১৭ই মে  নামটি পরিবর্তন করা হয়।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংগঠনটির গ্রুপের নাম পরিবর্তন করার মাধ্যমে বিষয়টি সবাইকে জানানো হয়।

 সংগঠনটির সভাপতি অনিক আহম্মেদ বলেন," কিছুদিন আগে থেকেই আমরা সংগঠনটির নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করি।আমাদের কার্যক্রম যেহেতু শহর থেকে একদম প্রত্যন্ত এলাকা পর্যন্ত, তাই সচেতন মানুষের পাশাপাশি প্রত্যন্ত গ্রামের সহজ সরল মানুষের কাছেও নামটির বোধগম্যতা ও সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়াতেই আমাদের এই সিদ্ধান্ত।"

এছাড়াও সাধারণ সম্পাদক শ্রী সুজিত কুমার দাস জানান," মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠ নিজের বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলেন।তাদের এই মহৎ অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের এই নাম দেয়া।আর আমাদের সংগঠনের পথচলা আমরা ৭ জন ব্যক্তি মিলিত হয়ে শুরু করেছিলাম।এই বিষয়টার সঙ্গেও নামের একটা সামঞ্জস্যতা রেখেছি আমরা।তবে নাম পরিবর্তন হলেও আমাদের কার্যক্রমের কোন পরিবর্তন হবেনা।আশা করি আগের চেয়ে আরো বেশি উদ্দমী হয়ে আমরা আমাদের কাজ গুলো করবো।করোনা পরিস্থিতিতেও আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।করোনা পরিস্থিতি ভালো হলে আমরা আমাদের কার্যক্রম আরো বাড়াবো, বিশেষ করে  প্রত্যন্ত এলাকায় আরো বেশি কার্যক্রম চালানোর ইচ্ছা আছে আমাদের।"

উল্লেখ্য যে,২০১৯  সালের ১০ অক্টোবর সাতজন বন্ধু মিলে সংগঠনের কার্যক্রম শুরু করে।বিনামুল্যে রক্ত প্রদান ছাড়াও প্রত্যন্ত এলাকায়  বিভিন্ন মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে থাকেন তারা,তার মধ্যে বিনামুল্যে রক্ত পরীক্ষা,রক্তের গ্রুপ নির্ণয় অন্যতম।এছাড়াও এই করোনা পরিস্থিতিতেও সংগঠনটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com