Apr 4, 2020

শিবগঞ্জে একটি বাড়ি লকডাউন


চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি বাড়ি লকডাউন করেছে থানা পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১১ টার দিকে পুলিশ বাড়িটিকে লকডাউন ঘোষণা করে।
বাড়িটি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের দাদনচক গ্রামের শহিদুল ইসলামের ছেলে মংলু মিয়ার।

জানা যায়, মংলু কুমিল্লায় রাজ মিস্ত্রীর কাজ করতো। সে গত ২ মার্চ বুধবার জ্বর, সর্দি ও কাশি নিয়ে বাড়ি আসে। অসুস্থ অবস্থায় মংলূ এলাকায় ঘুরাফিরা করছে এমন কি গত শুক্রবার (৩ এপ্রিল) মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যায়। এলাকাবাসী তাকে বাইরে ঘুরাফিরা করতে নিষেধ করলেও সে কর্ণপাত করেনি। বাধ্য হয়ে এলাকাবাসী শিবগঞ্জ থানায় ফোন দিয়ে বিষয়টি অবহিত করে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মংলুকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলে এবং তাদের বাড়িটি লকডাউন ঘোষণা করে।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, বিষয়টি জানার পর মংলুর পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করা হয়েছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। সাথে সাথে এলাকার অন্যান্য পরিবারগুলোকেও প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে না আসতে নির্দেশ দেয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com