১৯ মার্চ ২০২০ তারিখ ১২:৩০ মিনিটে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) চামুচা বিওপির দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার ১৯৩ হতে ৫০০ গজ বাংলাদেশের অভন্তরে বিলবাতিয়া বিলের মধ্যে সিভিল লোকজন মিচু বাঘের বাচ্চা আটক করে বর্তমানে চামুচা বিওপিতে প্রানি সম্পদ অধিদপ্তর কর্মকতা মোঃ ডঃ আবদুল্লা এবং পুলিশের ডিএসবি মোঃ আবু নাসের এদের হেফাজতে আছে বলে জানা যায় এ ব্যপারে অধিনায়ক স্যার অবগত আছেন বলে জানা যায় উক্ত মিছু বাঘটি বনে ছেড়ে দিবেন বলে জানা যায়।
Mar 19, 2020
সংবাদটি শেয়ার করুন:
Author: ডেক্স রিপোর্ট verified_user
ই-মেইল: amarchapaibd@gmail.com
এ বিভাগের আরো সংবাদ
- Blog Comments
- Facebook Comments
