Mar 18, 2020

যুক্তরাজ্যে প্রবাসীর করোনা আক্রান্ত মৃতব্যক্তির দাফন সম্পন্ন


করোনায় মৃত একজন বাংলাদেশীর দাফন!
ছবিটা দেখে হৃদয়টা কেঁপে উঠছে, কেউ পাশে নেই আজ। যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম বাংলাদেশী যিনি ওল্ডহ্যাম শহরের বসবাস করতেন। তার জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। উনার জানাজা এবং দাফনে পরিবারের কেউ অংশগ্রহণ করতে পারেনি, তাদেরকেও আইসোলেশনে রাখা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি স্বপরিবারে কয়েক বছর আগে ইতালি থেকে যুক্তরাজ্যে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন। কয়েক সপ্তাহ আগে তিনি ইতালিতে গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পর অসুস্থতা অনুভব করে ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা করে উনার দেহে করোনা ভাইরাস সনাক্ত করেন। এর পর থেকে দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত পরিবারের কোন সদস্য তাকে আর দেখতেও পারলেন না।
তার পরিবারের স্বজনরা বলেন,দোয়া করি হে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতবাসি করেন এবং উনার শোকাহত পরিবারের সবাইকে সবর করার তৌফিক দান করুন, আমিন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com