Dec 15, 2019

চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজাকারদের নামের তালিকা

আজ ১ম ধাপে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া চাঁপাইনবাবগঞ্জের রাজাকারের তালিকায় ১৫জনকে তালিকা ভুক্তকরা হয়েছে তারা হলেন:
১প্রফেসর তাইয়েব ওরফে মোকশেদ আলী,বিনোদপুর,শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ, ২!প্রফেসর আলফাজ,ওরফে আলাবক্স মন্ডল,জোত
প্রতাপপুর,চাঁপাইনবাবগঞ্জ।৩!আবুল কাশেম,ওরফে মহসিন আলী,নামোশংকরবাটি,চাঁপাইনবাবগঞ্জ।
৪!আকরামুল হক ওরফে ওরফে সাইদুর রহমান,কন্যানপুর,চাঁপাইনবাবগঞ্জ।৫!আব্দুল মান্নান ওরফে আলফাজ উদ্দিন খলিফা,কালিতলা,পুরাতন বাজার,চাঁপাইনবাবগঞ্জ।৬!মুন্জুর আলী ওরফে তামিজ মন্ডল,শ্রীরামপুর,বালিয়াডাঙ্গা,
চাঁপাইনবাবগঞ্জ
৭!ভূলু মন্ডল ওরফে রাশেদ আলী শ্রীরামপুর,বালিয়াডাঙ্গা,চাঁপাইনবাবগঞ্জ।৮!রবিউল ইসলাম,ওরফে মহিরুদ্দিন,শ্রী রামপুর,বালিয়াডাঙ্গা,চাঁপাইনবাবগঞ্জ।৯!শাহবুদ্দিন ওরফে তাইয়েব আলী,আজইপুর,চাঁপাইনবাবগঞ্জ।১০!তাইয়েব আলী,ফকির পাড়া,চাঁপাইনবাবগঞ্জ।১১!গোলাম 
মোরশেদ,জোত-প্রতাপপুর, চাঁপাইনবাবগঞ্জ।১২!শাহেরআলী,হুজরাপুর,চাঁপাইনবাবগঞ্জ
১৩!তাহের আলী,চৌডালা,গমোস্তাপুর 
চাঁপাইনবাবগঞ্জ।১৪!ইহসান আলী,নামোচকপাড়া,আমজাতপুর,শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ।১৫! তসলিম উদ্দিন,রানিবাড়ী,চাঁদপুর,শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ।


  • মরহুম সাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলামের দায়িত্ব থাকা কালীন সময়ে রাজাকারদের নাম ঠিকানা চাওয়া হয়েছিলো,মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে  তার অকাল মৃত্যুতে তিনি নামের তাকিলা দিতে পারেন নি।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com