Dec 13, 2019

শিবগঞ্জে গ্রামপুলিশকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নে ৬নং ওয়ার্ডের গ্রামপুলিশকে মারধরের অভিযোগ উঠেছে।
গ্রাম পুলিশরা হলো সাইফুল ইসলাম,মারুফ,মুনিরুল ইসলাম।

গ্রামপুলিশ মুনিরুল ইসলাম জানান,মমিন গার্মেন্টসের পার্শ্বে বাথরুমের যাবতীয় ময়লা ফেলে রেখেছিলো হরিনগর এলাকার আতাউর রহমানের ছেলে জয়নাল আবেদিন (মঙ্গলু),মমিন গার্মেন্টসের প্রোপাইটর হাবিবুর রহমানের ছেলে আঃমমিন অভিযোগ করলে আমরা ৩ জন সেখানে যায়।অতঃপর তাদের কে ময়লা আবর্জনা ফেলতে নিষেধ করে একপর্যায়ে আমাদের উপর চড়া হয়, তারপর এলোপাথাড়ি কিল-ঘুষি মারে।

 আবদুল মোমেন বলেন,এইবার নয় বারবার আমায় বিরক্ত করে আমার ভালোকাজেও বিরক্ত করে।তাকে মুরব্বী বলে সম্মান করতে গেলে আমার গায়ে উঠে পরে লাগে।

জয়নাল আবেদীন বলেন,আমার ভুল হয়েছে এরপর আর হবেনা এ বলে তিনি আশ্বাস দেন।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন,মামলা করতে আসলে মামলা গ্রহণ করবো,এখন পর্যন্ত কেউ বাদি হয়ে মামলা করতে আসেনি।


সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com