May 11, 2021

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে এক গৃহীনির মৃত্যু


ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে এক গৃহীনির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মোবারক পুর ইউনিয়নের কালিচক গ্রামে তার মৃত্যু হয়।  নিহত গৃহীনি মাসুদ রানার স্ত্রী সালমা বেগম  (২৯)।

খোঁজ নিয়ে জানা যায়;  সকাল থেকেই আকাশে অবস্হা মেঘলা ছিলো। হাঠাৎ দুপুরে ঝড়হওয়া বইছিলো সাথে বিদ্যুৎ চম্কাচ্ছিলো। ওই গৃহীনি বাড়ির কাজগুলো তাড়াহুড়ো করে শেষ করে বাড়ির সামনের আম বাগানের মধ্যে গেছিলো। সেখানেই বজ্রপাতে ওই গৃহীনির মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com